নতুন ঝড় 'নর্মা' আসছে 168কিমি বেগে
নতুন ঝড় তৈরি হয়েছে সাগরে। এর ফলে মারাত্মক প্রভাব পড়তে চলেছে স্থলভাগে। এবার এক সতর্কতা জারি করা হয়েছে আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তরফ থেকে। এই ঝড়টি হ্যারিকেন রূপে আঘাত হানতে তৈরি হচ্ছে। এখন জানা গেছে যে আপাতত সাগরে এই ঝড়ের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ মাইল আর কিলোমিটারের হিসাবে ৬৫ কিমি প্রতি ঘণ্টায়।
আপাতত স্থলভাগ থেকে ঝড়টি অবস্থান করছে মোট ১১১০ কিলোমিটার দূরে। প্রতি ঘণ্টায় ১৭ কিলোমিটার করে এটি নিজের গতি বৃদ্ধি করে এগোচ্ছে। ফলে স্থলভাগে ব্যাপক বৃষ্টি ও বিধ্বংসী ঝড় এবার আসতে পারে। ফলে ক্ষয়ক্ষতিও যে হবে বেশ সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে নদী ও সাগরের জলের স্তর বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি হতে পারে বেশ ভয়াবহ।
Comments
Post a Comment
Thank you❤🌹