শুটিং ফ্লোরে রণবীরকে উচিত শিক্ষা দিয়েছিলেন আনুশকা
https://whatsapp.com/channel/0029Va6kD3wDJ6H6nbUIGT2H অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির অয়ন আর আলিজের রসায়ন এখনও দর্শকরা ভোলেননি। সেই জুটির বন্ধুত্ব, প্রেম দেখে মুগ্ধ হয়েছিলেন তাঁরা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই আবার শোনা যেত, বড় পর্দার অয়ন এবং আলিজে, তথা রণবীর কাপুর এবং আনুশকা শর্মার প্রেম পর্ব বাস্তবেও শুরু হয়েছে। মাঝেমধ্যেই একসঙ্গে সময় কাটাতে দেখা যেত দুই তারকাকে।তবে রণবীর-আনুশকা সত্যিই কোনোদিন সম্পর্কে ছিলেন কিনা তা কোনোদিন জানা যায়নি। পর্দার আলিজে এখন বিরাট কোহলির স্ত্রী, ভামিকার মা। অপরদিকে রণবীরও চলতি বছরই আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। খুব শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। তবে দুই তারকার বিষয়ে এসব কথা অনেকে জানলেও, খুব কম অনুরাগীই জানেন, রণবীরের 'অসভ্যতা' সহ্য না করতে পেরে আনুশকা একবার শ্যুটিং ফ্লোরেই তাঁকে মেরেছিলেন। বড়পর্দার অয়ন-আলিজে বাস্তবে বেশ ঘনিষ্ঠ। এই দুই তারকার গলায়-গলায় বন্ধুত্বের কথাও অনুরাগীদের অজানা নয়। টিনসেল টাউনের সেই 'কাছের বন্ধু' রণবীর কী এমন করেছিলেন যে চুপ করে থাকতে পারেননি বিরাট কোহলির স্ত্রী? আসলে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, রণবী...
Comments
Post a Comment
Thank you❤🌹